নতুন দের বিড করার কিছু টিপস



১. একটি কাজ বিড করার আগে দেখে নিন বাইয়ারের রেটিং আর পেমেন্ট মেথড .

২. নতুন হিসাবে এমন কোন কাজ এ বিড না করাই ভাল যেখানে অনেক হাই এক্সপেকটেসনের কাজ আর হাই প্রোফাইলের লোক বিড করসে...

৩. দেখে নিন কয়জন কে ইন্টারভিওতে ডাকা হইসে.... ৪/৫ জন কে ডাকার পর আর বিড করে কাজ পাওয়ার সম্ভাবনা নাই.

৪. যে কাজ পারেন বলে আপনি আন্তবিসসাসি তাই বিড করুন....  যে কাজ পারেন না তা বিড করে আপনার লস ছারা লাভ নাই...

৫. বিড করার আগে অই কাজের পোর্টফলিও অ্যাড করুন... অ্যান্ড অ্যাপ্লিকেশান এ ফাইল দিয়ে দেন....

৬.  কভারলেটার আপনার কাজ পাওয়ার জন্নে খুব দরকারি... অর দিকে খেয়াল রাখুন... কাজ র বর্ণনার তার সাথে মিল রেখে কথা বলুন... আপনি আই কাজ কিভাবে পারেন... কিভাবে করবেন... কত সময় লাগতে পারে... রিপোট কিভাবে দিবেন... অ্যান্ড সবচেয়ে দরকারি জিনিস যেটা সেটা হল আপনার ওই সম্পরকিত যা কাজ আসে টা দিয়ে দেন

৭. কভারলেটার এ এমন কিছু লিখবেন না যেটা মনে করে যে আপনি কাজ পাওয়ার জন্য খুব রেকুএস্ত অথবা দয়া চান........ আপনি আপ্নের জজ্ঞতা দিএ কাজ আদায় করার চেশ্তা করুন.... সবাই যজ্ঞতা টাই বড় করে দেখে....

 8. কভারলেটার এ অহেতুক কথা লিখে বড় করবেন না... তা তে আপ্নের লেটার না পরার সম্বাবনা বেপক.... 

৯. প্রাথমিক ভাবে সহজ কাজ এ বিড করুন তবে রেট.. ঠিক মত দিবেন.... না হলে বাইয়ার ভাব্বে আপনি কাজ এর বেপার এ জানেন না কিছু... কম রেটে অ্যাপ্লাই করলে কাজ পাওা যাই এটা আক্তা ভুল ধারনা...

১০. অনলিনে থাকার চেষ্টা করুন ... নতুন পোস্ট করা জব এ বিড করআর চেষ্টা করুন সবার আগে....  

সব শেষ এ একটি কথা আপনি ওয়ীক এ ২০ টা র বেশি বিড করতে পারেন না সাদারনত. তাই প্রতই টা বিড ভেবে করুন....


0 Responses to "নতুন দের বিড করার কিছু টিপস"

Post a Comment

 

Random Posts

Recent Comments

About Template

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by SEO Templates