কিভাবে প্রথম কাজ টি পাওয়া যায়?



আচ্ছা আমি নতুন। কত হাজার হাজার আওয়ারস ওয়ালা কনট্রাক্টর আছে। ওরা এপ্লাই করে। ক্লায়েন্ট তো ওদের ই কাজ দিবে। আমাকে তো দিবে না, তাই না?

এটা অনেকের ধারনা। এই ডক পড়ুন এবং কাজ নামিয়ে নিন সে আপনি জতই নতুন হোন না।
--------------------
(আপডেট)
একটা প্রশ্ন আছে - যে " আমি এত বিড করি, কাজ তো পাই না। কি করতে পারি?" এর উত্তরে বলছি,

প্রথমে একটা কথা পরিষ্কার করে নেয়া দরকার। আপনার প্রফাইল কি পরিপূর্ণ? একটা পরিপূর্ণ প্রফাইল আপনাকে আগে তৈরি করে নিতে হবে। তাই সে জন্য আপনি আপনার ধারার কনট্রাক্টর দের প্রফাইল গুলো ওডেস্কে সার্চ করে দেখুন। যাদের রেটিংস ভালো, অনেক আওয়ারস আছে।
আপনি তাদের মতো করে সাজান।

১- কাজের নির্দিষ্ট ক্ষেত্র ঠিক করুন। এবং তাতে ফোকাস করুন।
যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন করেন আবার ডাটা এন্ট্রি ও দিয়ে রেখেছেন। ২ টা তো ২ মেরুর জিনিস। তাই একটা জায়গায় ফোকাস করুন। কোন একটা কিছু তে স্পেশালিষ্ট হোন। MBBS ডাক্তার দের চেয়ে কিন্তু স্পেশালিষ্ট দের দাম বেশি। তাই প্রফাইল থেকে অন্য সব কিছু সরিয়ে ফেলুন।
২- পোর্টফলিও তে শুধু ওই কাজের স্যাম্পল গুলো দিন।
৩- অব্জেক্তিভ এ তা নিয়ে ই লিখুন।
৪- স্কিল টেস্ট দিন ওই বিষয়ে।

ব্যাস। আপনি এখন তৈরি।
এবার এপ্পলাই করার পালা। আপনি কি জানেন, ৯০% থেকে ৯৫% আপ্পলিকেন্টস জব ডেসক্রিপশন ঠিক মতো না পড়েই আপ্লাই করে? আপনি তাদের একজন না তো? বন্ধু ভুল পথে আছেন।
---------------------------------------

আমি সাধারনত কাজের লিঙ্ক ইত্যাদি চাই যখন হায়ার করি অথবা কাজ টা সে করতে পারবে, তার একটা প্রমান চাই,মানে অল্প কিছু সাম্পল চাই এবং একটা কি ওয়ার্ডস দিয়ে দেই কোন এক জায়গায়, যেটা দিয়ে কভার লেটার শুরু করতে বলি। কিন্তু দেখি যে গড়ে ৯০/৯৫ ভাগ যারা আপ্পলাই করে এর কিছু ই না মেনে কাট – পেস্ট পলিসি আপ্পলাই করে। ফার্স্ট রাউন্ড এর পরে ৩-৪ জন কে ইন্টার ভিউ তে ডাকি। এর ভেতর অরধেক আবার ইন্টার ভিউ মিস করে অথবা স্কাইপ চেট/ বা কথা তে জেতে চায় না বা ডুব মারে।

যদি আপনি সত্যি ই কাজ চান, তবে ভালো একটা প্রফেশনাল কভার লেটার লিখুন জেটা ক্লিন ও পরিচ্ছন্ন।
তাতে লিঙ্ক দিন, কাজের স্যাম্পল দিন। কি ওয়ার্ডস তি শুরুতে ব্যাবহার করুন ( যদি থাকে) ।

তাই আগে প্রথম থেকে শেষ পর্যন্ত JOB DES. তা পড়ুন ভালো মতো।

হ্যাঁ। সবচে কার্যকারী হলো লিঙ্ক দেয়া আপনার পোর্ট ফোলিওর (এটাচ মেন্ট খুলতে একটু বেশি সময় যাবে ক্লায়েন্ট এর।) তাই লিঙ্ক দেয়া মানে আপনি তার হারার করার কাজ টি সহজ করে দিলেন। 


ইন্টারভিউর পরে ফলো আপ করেন। থ্যাঙ্কস দিয়ে লেটার দিন তাদের সময় দেয়ার জন্য। ধরে নেবেন না ইন্টার ভিউ তে ডাকল তো আপনি হায়ারড হয়ে গেছেন। মাইক্রোফোন ঠিক রাখবেন আর নিরব প্লেস হলে খুব ভালো। 

ক্লায়েন্ট অনেক আপ্লিকেশন পায় “I can do this work" বা "I have expertise in this sort of thing", অথবা “I am a superman, I am super good” ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন কি তাদের দৃষ্টি কেড়ে নেয়? যখন আপনি তাদের প্রবলেম টা বুঝে সেটা নিয়ে কথা বলবেন, সেটার সমাধান কিভাবে হতে পারে তা লিখবেন। শুধু ওই প্রবলেম এর ওপর ফোকাস করুন। আরে এই প্রবলেম এর জন্য ই তো ক্লায়েন্ট টাকা খরচ করার জন্য এখানে এসেছে।

আমার জীবনের প্রথম কাজ টা ঠিক আমি এভাবেই পেয়েছি। অথচ অনেক ভালো কনট্রাক্টর রা আপ্পলাই করেছিলো। 

এই রকম ভাবে আপ্পলাই করুন ৯৯.৯৯ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কাজ পেয়ে যাবেন, এবং অনেক দ্রুত। 


0 Responses to "কিভাবে প্রথম কাজ টি পাওয়া যায়?"

Post a Comment

 

Random Posts

Recent Comments

About Template

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by SEO Templates