ওডেস্ক থেকে টাকা উত্তোলন করবেন কিভাবে?



ওডেস্ক থেকে টাকা উত্তোলন করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েক ক্লিকেই টাকা উঠানো যায়।
আমরা আশা করছি উইথড্রয়াল মেথডটা https://www.odesk.com/withdrawal-methods/ আগেই এখান থেকে সেট এবং একটিভ করে নিয়েছেন।
এখন আপনি চাইলে https://www.odesk.com/acc_history.php থেকে আপনার ব্যালান্স দেখে নিতে পারবেন। এখানে মনে রাখা দরকার, আপনি শুধু Balance-টিই উঠাতে পারবেন। Pending গুলো নির্দিষ্ট তারিখে আপনার একাউন্টে Balance হিসেবে আসবে।
ধরা যাক, আপনার ব্যালান্সে কিছু টাকা আছে এবং ওখান থেকে পুরোটা বা আংশিক উত্তোলন করতে চাইছেন। এজন্য আপনাকে https://www.odesk.com/withdraw/index পাতায় যেতে হবে। এখান থেকে প্রথমে-
  • Withdrawal Method: ড্রপডাউন মেনু থেকে আপনি কোন মাধ্যমে টাকা উত্তোলন করতে চান তা নির্ধারণ করুন।
  • Amount: এখানে দুটো অপশন আছে। যদি ব্যালান্সের পুরোটা উঠাতে চান তবে Available balance রেডিও বাটন সিলেক্ট করুন। আর যদি আংশিক উঠাতে চান তবে Other amount $ এর ঘরে সংখ্যাটি লিখে দিন।
  • Withdrawal fee: তে দেখতে পাবেন এই মাধ্যমে উত্তোলন করলে ওডেস্ক উইথড্রয়াল ফি হিসেবে কত কাটবে এবং আপনার একাউন্টে কত পৌছাবে।
  • সবকিছু ঠিকঠাকমত করলে Withdraw বাটনটি হলুদ (সক্রিয়) হয়ে যাবে এবং তাতে ক্লিক করলেই আপনার ওই একাউন্টে টাকাটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌছে যাবে।


0 Responses to "ওডেস্ক থেকে টাকা উত্তোলন করবেন কিভাবে?"

Post a Comment

 

Random Posts

Recent Comments

About Template

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by SEO Templates