কিভাবে ওডেস্ক টিম অ্যাপ্লিকেশান ব্যাবহার করবেন আওারলি জব এর ক্ষেত্রে ?



১. আপনার oDesk Team সফটওয়্যারটি চালু করুন
২. আপনার ওডেস্কের ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
৩. যে ক্লায়েন্টের কাজ করবেন ড্রপডাউন মেনু থেকে সে ক্লায়েন্টের টিম সিলেক্ট করুন
৪. স্টার্ট বাটনে ক্লিক করুন
৫. আপনার কম্পিউটারে যদি ওয়েবক্যাম থাকে তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার স্ক্রিনের পাশাপাশি আপনার নিজের ছবিও তুলে পাঠাবে কিনা। আপনার যা ইচ্ছা সেইমত হ্যা অথবা না বলুন।
৬. যে কাজ করবেন মেমোতো সেই কাজটি লিখুন যাতে ক্লায়েন্ট পরে দেখলে বুঝতে পারেন আপনি সে সময় কী করছিলেন
৭. OK তে ক্লিক করে কাজ শুরু করে দিন।
৮. কাজ শেষে Stop বাটনে ক্লিক করুন।


0 Responses to "কিভাবে ওডেস্ক টিম অ্যাপ্লিকেশান ব্যাবহার করবেন আওারলি জব এর ক্ষেত্রে ?"

Post a Comment

 

Random Posts

Recent Comments

About Template

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by SEO Templates