Cover Letter Sample

0 comments


1.
Dear Hiring Manager,

I'm a certified J2EE architect with experience in migrating applications to the cloud, and I'm very interested in your job post involving these skills.
I have recently worked in G.ho.st (Globally hosted operating system) as a team leader, where my responsibilities included developing the G.ho.st platform built using Java J2EE technologies. This infrastructure was built entirely on Amazon AWS.
My experience creating J2EE solutions includes building and deploying scalable solutions on top of Amazon AWS. I am an expert in AWS EC2, S3, SDB, and RDS. I have consistently delivered projects on time and under budget, which has earned me the role of team lead on a number of recent projects, as you'll see in my work history. I believe my skills would be ideal for your project.
A number of my projects are in my oDesk portfolio. My work for SampleCorp.com, in which I transferred a complicated Javascript app to the cloud, is very similar to your position.
I am available to chat by IM, email or Skype, and would be happy to set up a convenient time to discuss the application you're moving and some ideas about the safest way to get it into the cloud. I will be available 15 hours per week for this position.

Regards,
Touching Angel


2.
Dear Sir,

I have experience in website data entry other task easily and having ability to give back to you fine results. I am a student of MBA (Banking & Finance).  I always prefer part time jobs. I have good history on oDesk. Hope so you will hire me for this position for better results. Looking forward to work with you.


Thanks,
Your Name goes here


3.
To whom it may concern,
I am a stay-at-home mom and have been searching for online jobs to do while my daughter is in school. I have worked in the administrative field for 5 years and have a diploma in Executive Office Assistant. I have excellent communication skills and English is my first language. I also enjoy typing and researching websites. I am available at any time during the week and my peak hours would be Monday, Wednesday, and Friday morning from 8:30 am – 11:30 am.
I look forward to hearing from you.

Sincerely,

Your Name goes here


3.
Hi,
Let me introduce me as a hard working data entry professional willing to go that extra mile to achieve the targets set forth. I have excel- lent English skills and proficiency in E-commerce site navigation. I hope would be the right candidate for the current position with you.
Awaiting an affirmative response from your end.

Thanks and Regards,

Your Name goes here

4.
I am writing in response to your advertisement for a Data Entry Assistant & SEO Good English.  After carefully reviewing the experience requirements of the job description, I feel that I am a suitable match for the job. I’ve held several data entry positions that entail inputting customer requests, inquire, and tracking codes of products I also perform administrative duties including copying and faxing documents, answering telephones, transferring data, web research and reports to immediate supervisor. I feel that I can add professionalism and accuracy to your current team of professionals. With extensive experience supporting all levels of a department and working directly with external vendors, I take direction well and can complete a heavy workload and complete projects under minimal supervision. If you feel there is a mutual interest, I would welcome the opportunity to meet with you to learn more about your company, the requirements of the position, and how my qualifications would be a good fit. Thank you in advance for your time and consideration.

I look forward to Hiring from you soon.

Your Name Here

5.
Hi, this is Your Name from City and Country. I am confident; I can take up your project and do it with perfection. I have excellent experience in web research, phone research, list building, message retrieving/submission, and mailings. I may be new to odesk.com with one positive feedback and one ongoing project over 100 hrs.  I am sure, I would be an ideal virtual assistant to accomplish your requirements. I will be available on part time basis, you decide the time, and I am there with uninterrupted Internet connection. I have work experience as Administrative Assistant, handling All Business related matters. Strong written and verbal communication skills, including the ability to communicate adverse decisions and differing opinions in a positive, professional manner. Courteous, trustworthy, loyal and respectful. Having sound knowledge of computer applications, software installations, PC Troubleshooting, solutions providing for software maintenance and updates.
Please try me, I will be a handy candidate on long term basis.

I look forward to Hiring from you soon.

Your Name Here

3.
Dear Sir,

This is Your Name Here from Bangladesh. I'm a professional graphics designer. I have 4 Years experience in graphics design. I have a site where I a website where I publish various graphics design tutorial.

I have excellent experience in logo and banner design. I can create high quality design in a few time.

I have confident that I will do your work very well. I hope you would like my work and you will give me a good feedback which is very important for my future carrier in odesk.

Here I attached some of my logo and banner design projects. Hope you would like those. If you want to see more sample of my work you can visit my site-www.photoshoprain.com.

I'm available in Skype, G.talk, YM or MSN for chat.

Thanks and Regards
Your Name Here
Continue Reading...


ওডেস্কে ভুল করেও যা করবেন না

0 comments


অনেক ভাল কাজ জানার পরও দেখা যায় হুটহাট করে অনেকের একাউন্ট সাসপেন্ড হয়ে থাকে। এ সংক্রান্ত অনেক জিজ্ঞাসা এ গ্রুপে এমনকি আমার ব্যক্তিগত মেসেজেও আসে। ব্যস্ততার কারণে অধিকাংশ মেসেজেরই উত্তর দিতে দেরী হয় অনেক মেসেজের জবাব দেয়াও হয় না। আমার জানামতে ওডেস্ক কয়েকটি বিষয় খুব গুরুত্বের সাথে দেখে সেগুলো হচ্ছে-
  • প্রোফাইল : অনেকেই দেখা যায় নতুন সাইনআপ করে আরেকজনের প্রোফাইলের লেখাগুলো কপিপেস্ট মেরে দিলেন। তারা সাবধান। ওডেস্কের কিছু কর্মী আছে যারা নিয়মিত প্রোফাইল পরীক্ষা করে। কারো আগে কারো পরে। ধরা পড়লে নোটিশে বা বিনা নোটিশে সাসপেন্ড হবার সম্ভাবনা আছে।
  • পোর্টফোলিও : এক্ষেত্রেও উপরের কথাটিই প্রযোজ্য।
  • ছবি : আপনার একাউন্টটি যদি ব্যক্তিগত একাউন্ট হয়ে থাকে তাহলে আপনার নিজের সাম্প্রতিক ছবি দিতে হবে। কোন লোগো আ অন্য কিছু না। আর টিমের ক্ষেত্রে টিমের লোগো দিতে পারবেন।
  • কভার লেটার : ওডেস্কের নীতিমালা অনুসারে কোন কাজে বিড করার আগে জব পোস্টটি ভালভাবে পড়ে বুঝে সেই জব পোস্ট অনুসারে কভার লেটার লিখতে হবে। একটা কভার লেটার লিখে রেখে সবখানে ওটা পেস্ট করতে থাকলে স্পামার হিসেবে সাসপেন্ড হতে পারেন। কিভাবে কার্যকরী কভার লেটার লেখা যায় এ বিষয়ে পথিক ভাই দারুন পরামর্শ দিয়েছেন এখানে https://www.facebook.com/groups/odeskhelp/doc/150350891735624/
  • বাইরে যোগাযোগ : কভার লেটার বা প্রোফাইলে কখনো ঠিকানা, ফোন নম্বর, ইমেইল, মেসেঞ্জার আইডি ইত্যাদি দেবেন না। এগুলো শুধুমাত্র তখনই দিতে পারবেন (অন্তত ইন্টারভিউ লেভেলে) যদি আপনার এমপ্লয়ার আপনার কাছে কাজের স্বার্থে চেয়ে থাকেন।
  • বাইরে লেনদেন : আপনার কোন এমপ্লয়ার যদি আপনাকে ওডেস্কের বাইরে পেমেন্ট নেবার প্রস্তাব করে, সরাসরি প্রত্যাখ্যান করুন। কোনভাবেই ওডেস্কের বাইরে লেনদেন করা যাবে না।
  • পরীক্ষার প্রশ্নোত্তর ফাঁস : ওডেস্কের স্কিল টেস্টের প্রশ্নোত্তর অনেকেই নিজের ব্লগে প্রকাশ করে থাকেন। ধরা খেলে সাসপেন্ড হবেন তাতে কোন সন্দেহ নেই। আপনার যদি একান্তই শেখানোর ইচ্ছা থাকে তবে পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করুন, কাজ শেখার জন্য টিউটোরিয়াল লিখুন। প্রশ্নোত্তর নয়।
এরকম আরো কোন কারণ আপনাদের জানা থাকলে এখানে শেয়ার করতে পারেন।
Continue Reading...


কভার লেটার (Cover Letter) – যার কারনে আপনি suspend হতে পারেন।

0 comments


Odesk বড়ই খতরনাক জায়গা। যেমনে স্যামনে এখানে কাজ করা যাবে না। করতে পারেন। কিন্তু ধরা খাইলে জামিন নাই। টাল্টি বাল্টি এখানে চলে না। কখন যে ক্যাক করে এসে ধরবে, বলা যায় না। এসেই বলবে – “এই ২৪ ঘন্টার Notice দিলাম – এইটা কর”। “৪৮ ঘণ্টা সময় দিলাম ওইটা কর – নইলে একদম DEAD” (Exactly এটাই বলবে না। বলবে মধু মাখাইয়া। মধুর ভিতর বিষ!)

যাই হোক oDesk এ অনেক গুলো খুব ই গুরুত্ত পূর্ণ ব্যাপার আছে, (বেশি না) যার কারনে আপনার একাউন্ট suspend হতে পারে। তার মধ্য একটি হলো কভার লেটার। 

যদিও আপনাকে ঠিক কিভাবে নিখুঁত কভার চিঠি লিখতে হবে বলতে না পারলেও, নিম্নলিখিত মৌলিক নির্দেশাবলী জানাতে পারি, যা করলে আপনি কাজ পেতে পারেন, পাশা পাশি suspend  হওয়া থেকেও বাচতে পারেন। 

চরম সতর্কবাণী
আপনার কভার চিঠি (Letter) এ আপনার ইমেইল ঠিকানা, চ্যাট আইডি বা ফোন নম্বর মত তথ্য অন্তর্ভুক্ত করেবেন না. এটা oDesk এর নীতি লঙ্ঘন এবং আপনি হতে পারেন একটি অসাধু ক্লায়েন্ট (সোজা বাংলায় ২ নম্বর)জন্য সহজ টার্গেট. আপনি যোগাযোগের তথ্য শুধুমাত্র তখুনি দিতে পারেন, যখন ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউ call/Invite করবে।

শুরু করুন এভাবে
যদি আপনি একটি অভিবাদন (Hello - যা লিঙ্গ নিরপেক্ষ) দিয়ে শুরু করতে পারেন। যেমন, "প্রিয় Hiring ম্যানেজার”,( “Dear Hiring Manager”) ক্লায়েন্টের নাম ব্যবহার করতে পারেন যদি নাম জানা থাকে।  যেমন ঃ Hi Clarence, Dear Clarence.  অভিবাদন এর সঙ্গে "সংশ্লিষ্টের প্রতি" (“To Whom It May Concern”) অথবা "প্রিয় স্যার”. ("Dear Sir") ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন। (পুরানা দিনের কাজ কারবার)

প্রথম বাক্য
প্রথম বাক্য Heavy জোরদার করুন।, কাজের জন্য একটি ঠিকাদারের (Contractor) যোগ্যতা তা দেখেই ক্লায়েন্ট বুঝতে পারবে। দৃশ্যমান প্রার্থী দের তালিকা স্ক্যান করবে সে প্রথম বাক্য টা দেখেই। তো এতে আপনার সারাংশ থাকতে হবে। তাই এক লাইনে বুজাইয়া দেন “আপনি কোন বাপের ব্যাটা)।
সাধারণত প্রথম ৮ সেকেন্ডেই সে ঠিক করে ফেলে বাকি টা পড়বে না বাদ দিবে।

আরেকটি সতর্কবাণী :
একটি কভার চিঠি নির্দিষ্ট কাজ এর জন্য পোস্ট করুন. বারবার ব্যবহার একই কভার চিঠি থেকে বিরত থাকুন। এটা odesk এ violation. আপনি এর জন্য warning পেতে পারেন এবং account suspend ও হতে পারে। 

মনে রাখবেন ক্লায়েন্ট গাধা না। (আমরা মনে করি আমরাই চালাক)সে বুঝে ফেলে কখন আপনি copy – paste করছেন আর কখন কাজ টি সত্যিই করতে চান। আপনি কভার লেটার এর জন্য সময় না দিলে, ক্লায়েন্ট ইন্টারভিউ এর জন্য আপনাকে সময় দিবে না (ডাকবে না)

ক্লায়েন্ট এর চালাকি
চালাক ক্লায়েন্ট তাই অনেক সময় কিছু জিনিস করে test হিসেবে যে কারা ভালো ভাবে পুরো Posting টা পড়ে Apply করছে দেখার জন্য। যেমন, keywords ব্যাবহার করে job posting এর মাঝখানে,বা শেষে, এবং request করে এই keywords টা কভার লেটার এর শুরুতে ব্যাবহার করার জন্য।অথবা ছোট একটা অংক দিবে (২+২ +?)Posting এর শেষে। বলবে – উত্তর দিয়ে লেটার শুরু করার জন্য। তাই যদি না পড়েই আপনি Copy Paste করে apply করেন, এমন কি হতে পারে, ক্লায়েন্ট আপনার নামে Flag/Report করবে। 

কিছু টিপস
জানান, যে আপনি কাজ টি কত সময়ের জন্য করতে পারবেন।(সপ্তাহে কত ঘন্টা?) আর অনলাইনে কিভাবে ক্লায়েন্ট আপনাকে পেতে পারে (skype, google talk etc)। কাজ কোথায়, কিভাবে submit করবেন।

যেটা মনে হয় “কম কম পারবেন” – Apply করবেন না। পরে আম ছালা ২ টাই যাবে। টাকা তো পাবেন ই না, নেগেটিভ ফিডবেক খাবেন। ১০০% নিশ্চিত হয়ে Apply করবেন। 

আপনার কাজের লিঙ্ক প্রদান করুন। যাতে লিঙ্ক এ ক্লিক করলেই সহজেই ক্লায়েন্ট আপনার কাজের sample দেখতে পারে। (আপনি আপনার ওয়েব /ব্লগ এ রাখতে পারেন। অথবা google docs বা কোন file sharing site এ) কাজ Attach ও করে পাঠাতে পারেন। কিন্তু এতে কিছু টা সময় চলে যাবে আপনার। আর লিঙ্ক দেয়া কাজ টি যেন আপনার portfolio তে থাকে, এটা খেয়াল রাখবেন। (তবে ভুলেও অন্য কারো কাজের স্যাম্পল দিবেন না - যেটা odesk এ দেয়া আছে। ধরা খাইলে জামিন নাই।)

লক্ষ্য করুন
আপনি আপনার ওয়েব/ব্লগ এর যে লিঙ্ক টা দেবেন, খেয়াল রাখবেন ওই ওয়েব/ব্লগ এ যেন আপনার কোন contact info./chat ID/email etc না থাকে। এটা oDesk এর policy violation. আপনার একাউন্ট suspend হতে পারে।

ক্লায়েন্ট যদি তার Contact info. দিয়ে রাখে, অথবা আপনার টা চায়, Flag করুন Inappropriate হিসেবে। 

কাজের প্রতি আপনার আগ্রহ প্রকাশ করুন ভালো ভাবে। আপনি যে তার কাজ টি ভালো ভাবে বুঝতে পেরেছেন, তা ব্যাখা করুন। 

আপনার কভার চিঠি পরিষ্কার এবং সংক্ষিপ্ত রাখুন ও বেশি হলে তিন থেকে চার অনুচ্ছেদ এ শেষ করুন। আপনার LOMBA LOMBA ইতিহাস জানাতে যাবেন না। ক্লায়েন্ট বিরক্ত হবার সম্ভাবনা অনেক বেশি। 

তোষামোদ করবেন না।কাজ দিয়ে প্রমান করেন : “WHO YOU ARE”. এর পর ক্লায়েন্ট আপনারে খুজে বেড়াবে। 

কাজ ভিক্ষা চাইবেন না। মণে রাখবেন – কাজের অভাব নাই। সময়ে অনেক পাবেন। মান সম্মান নিয়া করার চেষ্টা করবেন। আপনি বাঙ্গালি। পুরা বাংলাদেশের প্রতিনিধি – এইটা তো ভুলে যাওয়া যাবে না।

প্রতিটা কভার লেটার হতে হবে খাঁটি (Unique). অন্য টার চেয়ে আলাদা। কিছু অংশ মিলতে পারে। কিন্তু হুবহু যেন না হয় খেয়াল রাখবেন।( যা মনে হচ্ছে, কভার লেটার এর গাছ লাগাতে হবে।)

একবার submit করার পর আর Edit করার সুযোগ থাকবে না। তাই submit করার আগে ভালো ভাবে চেক করে নিন। 

নেট সার্চ করুন এবং প্রফেশনাল দের কভার লেটার দেখুন। যেমন ঃ

Odesk এর Tips দেখুন এই বেপারে: (এই লিখার সারমর্ম ওখান থেকে নেয়া) https://kb.odesk.com/questions/1047/What+are+the+basic+guidelines+on+how+to+write+a+cover+letter%3F 
ভিডিও দেখুন : ১) http://www.youtube.com/watch?v=u0suKZ-oU8s&feature=related
Continue Reading...


কিভাবে প্রথম কাজ টি পাওয়া যায়?

0 comments


আচ্ছা আমি নতুন। কত হাজার হাজার আওয়ারস ওয়ালা কনট্রাক্টর আছে। ওরা এপ্লাই করে। ক্লায়েন্ট তো ওদের ই কাজ দিবে। আমাকে তো দিবে না, তাই না?

এটা অনেকের ধারনা। এই ডক পড়ুন এবং কাজ নামিয়ে নিন সে আপনি জতই নতুন হোন না।
--------------------
(আপডেট)
একটা প্রশ্ন আছে - যে " আমি এত বিড করি, কাজ তো পাই না। কি করতে পারি?" এর উত্তরে বলছি,

প্রথমে একটা কথা পরিষ্কার করে নেয়া দরকার। আপনার প্রফাইল কি পরিপূর্ণ? একটা পরিপূর্ণ প্রফাইল আপনাকে আগে তৈরি করে নিতে হবে। তাই সে জন্য আপনি আপনার ধারার কনট্রাক্টর দের প্রফাইল গুলো ওডেস্কে সার্চ করে দেখুন। যাদের রেটিংস ভালো, অনেক আওয়ারস আছে।
আপনি তাদের মতো করে সাজান।

১- কাজের নির্দিষ্ট ক্ষেত্র ঠিক করুন। এবং তাতে ফোকাস করুন।
যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন করেন আবার ডাটা এন্ট্রি ও দিয়ে রেখেছেন। ২ টা তো ২ মেরুর জিনিস। তাই একটা জায়গায় ফোকাস করুন। কোন একটা কিছু তে স্পেশালিষ্ট হোন। MBBS ডাক্তার দের চেয়ে কিন্তু স্পেশালিষ্ট দের দাম বেশি। তাই প্রফাইল থেকে অন্য সব কিছু সরিয়ে ফেলুন।
২- পোর্টফলিও তে শুধু ওই কাজের স্যাম্পল গুলো দিন।
৩- অব্জেক্তিভ এ তা নিয়ে ই লিখুন।
৪- স্কিল টেস্ট দিন ওই বিষয়ে।

ব্যাস। আপনি এখন তৈরি।
এবার এপ্পলাই করার পালা। আপনি কি জানেন, ৯০% থেকে ৯৫% আপ্পলিকেন্টস জব ডেসক্রিপশন ঠিক মতো না পড়েই আপ্লাই করে? আপনি তাদের একজন না তো? বন্ধু ভুল পথে আছেন।
---------------------------------------

আমি সাধারনত কাজের লিঙ্ক ইত্যাদি চাই যখন হায়ার করি অথবা কাজ টা সে করতে পারবে, তার একটা প্রমান চাই,মানে অল্প কিছু সাম্পল চাই এবং একটা কি ওয়ার্ডস দিয়ে দেই কোন এক জায়গায়, যেটা দিয়ে কভার লেটার শুরু করতে বলি। কিন্তু দেখি যে গড়ে ৯০/৯৫ ভাগ যারা আপ্পলাই করে এর কিছু ই না মেনে কাট – পেস্ট পলিসি আপ্পলাই করে। ফার্স্ট রাউন্ড এর পরে ৩-৪ জন কে ইন্টার ভিউ তে ডাকি। এর ভেতর অরধেক আবার ইন্টার ভিউ মিস করে অথবা স্কাইপ চেট/ বা কথা তে জেতে চায় না বা ডুব মারে।

যদি আপনি সত্যি ই কাজ চান, তবে ভালো একটা প্রফেশনাল কভার লেটার লিখুন জেটা ক্লিন ও পরিচ্ছন্ন।
তাতে লিঙ্ক দিন, কাজের স্যাম্পল দিন। কি ওয়ার্ডস তি শুরুতে ব্যাবহার করুন ( যদি থাকে) ।

তাই আগে প্রথম থেকে শেষ পর্যন্ত JOB DES. তা পড়ুন ভালো মতো।

হ্যাঁ। সবচে কার্যকারী হলো লিঙ্ক দেয়া আপনার পোর্ট ফোলিওর (এটাচ মেন্ট খুলতে একটু বেশি সময় যাবে ক্লায়েন্ট এর।) তাই লিঙ্ক দেয়া মানে আপনি তার হারার করার কাজ টি সহজ করে দিলেন। 


ইন্টারভিউর পরে ফলো আপ করেন। থ্যাঙ্কস দিয়ে লেটার দিন তাদের সময় দেয়ার জন্য। ধরে নেবেন না ইন্টার ভিউ তে ডাকল তো আপনি হায়ারড হয়ে গেছেন। মাইক্রোফোন ঠিক রাখবেন আর নিরব প্লেস হলে খুব ভালো। 

ক্লায়েন্ট অনেক আপ্লিকেশন পায় “I can do this work" বা "I have expertise in this sort of thing", অথবা “I am a superman, I am super good” ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন কি তাদের দৃষ্টি কেড়ে নেয়? যখন আপনি তাদের প্রবলেম টা বুঝে সেটা নিয়ে কথা বলবেন, সেটার সমাধান কিভাবে হতে পারে তা লিখবেন। শুধু ওই প্রবলেম এর ওপর ফোকাস করুন। আরে এই প্রবলেম এর জন্য ই তো ক্লায়েন্ট টাকা খরচ করার জন্য এখানে এসেছে।

আমার জীবনের প্রথম কাজ টা ঠিক আমি এভাবেই পেয়েছি। অথচ অনেক ভালো কনট্রাক্টর রা আপ্পলাই করেছিলো। 

এই রকম ভাবে আপ্পলাই করুন ৯৯.৯৯ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কাজ পেয়ে যাবেন, এবং অনেক দ্রুত। 
Continue Reading...


নতুন দের বিড করার কিছু টিপস

0 comments


১. একটি কাজ বিড করার আগে দেখে নিন বাইয়ারের রেটিং আর পেমেন্ট মেথড .

২. নতুন হিসাবে এমন কোন কাজ এ বিড না করাই ভাল যেখানে অনেক হাই এক্সপেকটেসনের কাজ আর হাই প্রোফাইলের লোক বিড করসে...

৩. দেখে নিন কয়জন কে ইন্টারভিওতে ডাকা হইসে.... ৪/৫ জন কে ডাকার পর আর বিড করে কাজ পাওয়ার সম্ভাবনা নাই.

৪. যে কাজ পারেন বলে আপনি আন্তবিসসাসি তাই বিড করুন....  যে কাজ পারেন না তা বিড করে আপনার লস ছারা লাভ নাই...

৫. বিড করার আগে অই কাজের পোর্টফলিও অ্যাড করুন... অ্যান্ড অ্যাপ্লিকেশান এ ফাইল দিয়ে দেন....

৬.  কভারলেটার আপনার কাজ পাওয়ার জন্নে খুব দরকারি... অর দিকে খেয়াল রাখুন... কাজ র বর্ণনার তার সাথে মিল রেখে কথা বলুন... আপনি আই কাজ কিভাবে পারেন... কিভাবে করবেন... কত সময় লাগতে পারে... রিপোট কিভাবে দিবেন... অ্যান্ড সবচেয়ে দরকারি জিনিস যেটা সেটা হল আপনার ওই সম্পরকিত যা কাজ আসে টা দিয়ে দেন

৭. কভারলেটার এ এমন কিছু লিখবেন না যেটা মনে করে যে আপনি কাজ পাওয়ার জন্য খুব রেকুএস্ত অথবা দয়া চান........ আপনি আপ্নের জজ্ঞতা দিএ কাজ আদায় করার চেশ্তা করুন.... সবাই যজ্ঞতা টাই বড় করে দেখে....

 8. কভারলেটার এ অহেতুক কথা লিখে বড় করবেন না... তা তে আপ্নের লেটার না পরার সম্বাবনা বেপক.... 

৯. প্রাথমিক ভাবে সহজ কাজ এ বিড করুন তবে রেট.. ঠিক মত দিবেন.... না হলে বাইয়ার ভাব্বে আপনি কাজ এর বেপার এ জানেন না কিছু... কম রেটে অ্যাপ্লাই করলে কাজ পাওা যাই এটা আক্তা ভুল ধারনা...

১০. অনলিনে থাকার চেষ্টা করুন ... নতুন পোস্ট করা জব এ বিড করআর চেষ্টা করুন সবার আগে....  

সব শেষ এ একটি কথা আপনি ওয়ীক এ ২০ টা র বেশি বিড করতে পারেন না সাদারনত. তাই প্রতই টা বিড ভেবে করুন....
Continue Reading...


আপনার সাধারন জিজ্ঞাসা গুলোর সমাধান

0 comments


“আমি ওডেস্কে নতুন। কিভাবে শুরু করবো?” 
“আমার প্রোফাইল কেমন করে তৈরি করলে ভাল হবে?” 
“আমি কাজ কেন পাচ্ছি না?” 
“আমার জব এপ্লিকেশন বাতিল হচ্ছে কেন?”  
“কভারে লেটারে কি লিখবো?”
"আমি কাজ শেষ করে এমপ্লয়ারকে সোর্স ফাইল দিয়ে দিয়েছি কিন্তু পেমেন্ট পাচ্ছি না কেন?"
"পেমেন্ট পেন্ডিং কেন দেখায়? কবে ব্যালেন্স হবে?"


যারা নতুন ওডেস্কে যোগ দিয়েছেন তাদের জন্য শুভ কামনা। নতুন হিসাবে আপনাকে কিছু গুরুত্বপূর্ন বিষয় খেয়াল রাখতে হবে। সেই বিষয় গুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করলাম।

  • আপনি প্রথমেই কাজ পেতে থাকবেন না। কাজ পাওয়ার আগে নিজেকে কাজ পাওয়ার যোগ্য হিসেবে তুলে ধরতে হবে। প্রথমে আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দর ভাবে সাজাবেন। পোর্টফোলিয়ো আইটেম, স্কিল, ওভারভিউ – যেন অসম্পূর্ণ না থাকে সেই দিকে নজর দিন। কাজে বিড করার আগে অবষ্যই এইগুলো ঠিক ঠাক করে নিবেন।
  • আপনি আগে কোন কাজ করেন নাই/ কোন বিশেষ কাজ নেই যা পোর্টফোলিও তে দেয়া যায় – এই ক্ষেত্রে নিজের তাগিদে কিছু কাজ করুন এবং সেইগুলো পোর্টফোলিওতে দেখান।
  • ওডেস্কের রেডিনেস টেস্ট দিন সাথে আপনার কাজ সংশ্লিষ্ট টেস্ট গুলো দিন। স্কোর ভালো হচ্ছে না? – কষ্ট করে একটু টেস্ট গুলোর পিছনে সময় দিন, কিছুটা শ্রম দিলে অবষ্যই পারবেন। আহামরি কোন কঠিন প্রশ্ন টেস্টে দেয়া হয়না।
  • নতুন অবস্থায় Hourly Rate টা কম রাখুন। ২ ডলার প্রতি ঘন্টা থেকে শুরু করতে পারেন। কত কম ধরবেন সেটা আপনার ইচ্ছা তবে খুবই কম দেওয়া ভালো না।
  • বিড করার সময় খেয়াল রাখবেন অতিরিক্ত কম অথবা বেশি বিড যাতে না করেন। অতিরিক্ত কম বিড করলে অনেকেই ভাববে আপনি যোগ্য না তাই কম বিড করছেন। অন্যদিকে অতিরিক্ত বেশি বিড করলে আপনি কাজ নাও পেতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে। যেমন ধরুন সেই এমপ্লয়ার আগে যেই জব পোস্ট গুলো করেছিলো সে গুলোতে কেমন খরচ করেছিলো, দুই একটা জব পোস্টে গিয়ে দেখুন কোন কাজে কোন রেঞ্জ এর রেট এ সে ইন্টারভিও করছে। এইভাবে কিছুটা ধারনা নেয়ার চেষ্টা করুন। আর নতুন এমপ্লয়ার হলে আপনার সুবিধা মত বিড করুন যেই রেটে করলে আপনার ভালো হয়।
  • কভার লেটার লেখার ক্ষেত্রে কপি পেস্ট পন্থা প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কখনোই একটা জিনিস সব কভার লেটারে লিখবেন না। জব পোস্টটা ভালো করে পড়বেন। অনেক সময় এমপ্লয়ার জব ডেস্ক্রিপশনে কিওয়ার্ড দিয়ে দেন যা দ্বারা তিনি পরবর্তিতে বুঝতে পারেন আপনি তার লেখা গুলো পড়েছেন কি না। তাই পুরো লেখাটা পড়বেন এবং সেই আলোকে আপনার কভার লেটার লিখবেন।  অবষ্যই আপনার করা ভালো ভালো কাজের স্যাম্পল এর লিংক দিবেন যাতে বুঝাতে পারেন আপনি কাজটির জন্য উপযোগি- দিতে বলুক আর না বলুক।
  • এমপ্লয়ার জবাব দিলে/ ইন্টারভিউ নিতে চাইলে দ্রুত সাড়া দেবার চেষ্টা করবেন। কাজের Sample চাইলে এমন ভাবে দিবেন যাতে সেটা নিয়ে ব্যবহার করতে না পারে অর্থাৎ পেমেন্ট পাবার আগে কোন গুরুত্বপূর্ন ফাইল হস্তান্তর করবেন না।
  • Fixed Job এ আগেই পুরো কাজ হস্তান্তর করবেন না। পেমেন্ট হওয়ার পর দিবেন। আগে Sample দিবেন (এমন ভাবে যাতে সে তা ব্যাবহার করতে না পারে) আর Hourly job এর ক্ষেত্রে কোন সমস্যা নেই, oDesk Team ব্যাবহার করে Time track করবেন নিশ্চিত পেমেন্ট পাবেন। যে সকল কাজ Sample আকারে দেয়া সম্ভব না সেই গুলোর জন্য এমপ্লয়ারের সাথে আলোচনা করে Hourly Job এ করে নেয়ার চেষ্টা করবেন। আর এমপ্লয়ার পরিচিত ও বিশ্বস্ত হলে এই পয়েন্ট নিয়ে চিন্তা না করলেও চলবে। তবে হ্যা, অনেকে আছে আপনার সাথে প্রথমে ভাল এমপ্লয়ার সেজে ত্থাকবে পরে বড় কাজ করিয়ে নিয়ে নিরুদ্দেশ হবে। তাই সাবধান থাকাটাই ভালো। 
  • পেমেন্ট করার পর সেইটা আপনি সাথে সাথে পাবেন না। সেই জন্য এই ব্যাপারে আবার এমপ্লয়ারকে দোষ দিয়ে বসবেন না :-D Hourly job এর জন্য এই লিংক দেখুনhttps://kb.odesk.com/questions/905/What+is+the+weekly+pay+schedule%3F
  • আর Fixed price jobs এর ক্ষেত্রে পেইমেন্ট প্রসেস করতে টাইম নেয়। সেই টাইমের পর পেমেন্ট পেন্ডিং আর দেখাবে না সেই যায়গায় একটা Date দিয়ে দিবে যেই Date এ ডলার আপনার একাউন্টে ব্যালেন্স হবে।
Continue Reading...


অডেস্ক এ যারা একদম নতুন শুরু করবেন

0 comments


নতুন অডেস্কারদের জন্য এইটা দিলাম স্পেশাল পোস্ট। যারা এপ্লাই করতে করতে হতাশ তাদের কাজে আসবে আশা করি, , , , একটু দেখেন,

ধরে নিলাম আপনি ভাল SEO এর কাজ পারেন। ওকে গুড। এখন অডেস্ক এ সাইন আপ করেই কি আপ্নে ফুল কনফিডেন্ট এ এপ্লাই করা শুরু করে দিবেন প্রথম দিনই??
অডেস্ক মানেই আপনি পুরো একটা নতুন জগতে প্রবেশ করেছেন। তাই ঘড়ি ধরে ঠিক এক সাপ্তাহ মানে ৭ দিন আপনি কোন এপ্লাই করবেন না। ৭ দিন আপনি পুরো অডেস্ক এর খুটি নাটি দেখবেন, নিয়ম কানুন পরবেন। লাগ্লে নেট থেকে বাংলা কিছু পরবেন অডেস্ক নিয়ে। সেই সাথে দেখবেন আপনার অভিজ্ঞতাটা আস্তে আস্তে বারবে অডেস্ক এ। আর আগে যদি কোন বড় ভাই থেকে টিপস নিয়ে থাকেন, তাহলেও এপ্লাই করতে পারবেন না। প্রব্লেম এ পরে জাবেন সিউর। তাই নিজেই কিছু জানার চেষ্টা করুন।

কি করতে পারেন এই ৭ দিন, অন্তত ৫০ জন মানুষের প্রোফাইল ঘাটবেন। তাদের রিজিউম গুলি পড়বেন। মানে আপনি যে কাজ করবেন সেইরকম মানুষের প্রোফাইল , , , , তারা কি কি টেস্ট দিয়েছেন তা দেখবেন। মোট কথা মনে করবেন এটাই আপনার প্রোফাইল, কি করে এটা এতো সুন্দর হলো এবং আরো কি করা জায় তা ভাব্বেন।

এবার আপনি অডেস্ক এর প্রতিটা মেনুতে ক্লিক করে দেখবেন অন্দর মহলে কি আছে। ভাই, এমন কিছু লোক দেখছি যারা প্রায় ৬ মাস অডেস্ক এ থাকার পর আমাকে বলে যে, ভাই পেমেন্ট মেথড এ সাইন করবো কিভাবে। মানে কিছু টাকা পাইছে হয়তো, তাই উঠাবে আরকি। বলেন দেখি কেমন অবস্থা।

আর জরুরি কাজ হল, বায়ারদের জব পোস্টিং এর দিকে খেয়াল করুন ভাল ভাবে। সে কি বলতে চায় তা বোঝার চেষ্টা করুন। তার পর মনে মনে সেই জব অনুজাই কভার লেটার বানান। সো, কখনো কপি পেস্ট কভার লেটার দিবেন না। এমনকি আপনার লেখা কভার লেটারো কখনো কপি পেস্ট করবেন না। তাতে কাজে দেবে না। সব সময় ইন্সট্যান্টলি কভার লেটার লেখবেন। তাতে সেটা জত বড়ই হোক না কেনো।

সবার শেষে, ৭ দিন পর এপ্লাই শুরু করুন। এখন আপনি অনেক ভাল কিছু জানেন জেটা হয়তো ৭ দিন আগে এপ্লাই করা শুরু করলে এক মাসেও জানতেন না। দেখবেন আস্তে আস্তে আপনি প্রায় প্রতিদিনই দুই একটা করি ইন্টারভিউ পাবেন। সো গো অন, , , ,
Continue Reading...


How to create an Odesk contractor Account and update profile

0 comments

Ø       Go to www.odesk.com  then click sign up



   Ø       Then click I need a job sign up


Ø       Use Original name what you use in your govt. doc like certificate , National Id, Bank Account name etc. to fill up the  account  form. Use a valid e-mail address which you use maximum time.


Ø       After click get started a confirmation will be sent your mail address to verify

Ø       Go to your mail account and verify your mail address.


Ø       Click create your profile  button














Continue Reading...


অল্প কথায় অডেস্ক এর প্রধান প্রধান কিছু বিষয়

0 comments


পরিচিতিঃ
১, অডেস্ক একটি জনপ্রিয় ফ্রিইল্যাঞ্চিং সাইট। ফ্রিইল্যান্সিং সাইটগুলোর মাঝে প্রায় ৫০ ভাগ কাজ শুধুমাত্র অডেস্ক এর মাধ্যমেই পাবলিশ হয়। (তথ্য, ম্যাট কুপার) তাই ফ্রিইল্যাঞ্চিং সাইটগুলোর মাঝে এর জনপ্রিয়তা সর্বাধিক। (এটা বললাম কারন অনেকেই অডেস্ক এ কাজ করতে আসে কিন্তু এর লিঙ্ক এড্রেস বা ঠিকানাটাও জানে না।)।  
২, অডেস্ক এর অফিসিয়াল সাইট, www.odesk.com

শুরু করবেন যেভাবেঃ
১, (এ বিষয়ে অনেক অনেক ডকুমেন্ট এই গ্রুপেও আছে, আবার বাংলা প্রযুক্তি ব্লগগুলোতে অনেক পোস্ট ও করা হয়েছে। তবুও একদম অল্প কথায় বলি ) অডেস্ক এ সাইন আপ করুন। প্রোফাইল কমপ্লিট করুন। আপনার কাজের ধরন অনুযায়ী টেস্ট দিন।
২, যেহেতু আপনি নতুন, তাই এক সপ্তাহ পুরো সাইটে ঘুরাঘুরি করুন। কভার লেটার কি জিনিস তা বোঝার চেষ্টা করুন এবং অবশই খুবই ভালভাবে। সবশেষে আপনার প্রথম জব এ বিড করুন। হ্যাপি বিডিং।

সহজে কাজ পাওয়ার কিছু উপায়ঃ ভয় দেখিয়েই বলি, অডেস্ক এ কাজ পাওয়া খুব সহজ নয়। পায়ের উপরে পা দুলিয়ে কফির কাপ ঠোটে ঠেকিয়ে নতুন অবস্থায় কাজ পাবেন? ভুলে যান সে কথা কিংবা আজই অডেস্ক ছেড়ে দিন যদি শুরুতে কষ্ট করতে না পারেন। তাহলে দেখুন কাজ পাবার কিছু সহজ কৌশল, (আমার মতামত)
১, উপরে বলেছি ভালভাবে কভার লেটার বুঝতে। এর পরের কাজটিই হলো বায়ার চিনতে হবে।  বায়ার চেনার জন্য কোন কিছু এখানে বলব না। সেটা আপনি খুজে নিন।
২,  এবার আপনার কাজ হল, ভাল বায়ার দেখে প্রতিদিন মিনিমাম ১৫ টা করে বিড করুন এবং করতেই হবে। নাহলে আপনার জন্য অডেস্ক নয়। (এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ)  
৩,  নতুন অবস্থায় আপনি ছোট ছোট কাজে বিড করুন (বিশেষ করে গ্রাফিক ও ওয়েব ডিজাইনার)।
৪, যদি সম্ভব হয় কাজ খুবই ছোট হলে জবে বিড করার সময়ই পারলে কাজ কমপ্লিট করে জমা দিয়ে দিন। এতে বায়ারের নজরে পড়লেই সিউর হায়ার হবেন এবং এর পরে বুঝতেই পারছেন আপনার জন্য সেটাই একটা আশীর্বাদ।
৫, আবারো বলি, প্রতিদিন ১৫ টা জবে বিড করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। জবে বিড করা ছাড়া নতুন অবস্থায় কাজ পাওয়ার সম্ভবনা আপনার জন্য মাইনাস জিরো কিংবা তার চেয়েও কম।

৬, ইন্টারভিউ পেলে সর্বচ্চ চেষ্টা করুন কাজটা পেতে। কাজ যদি ছোট হয় তাহলে রেট কমিয়ে দিন এবং তাকে বলুন নতুন তাই ফিডব্যাক চাই। (বিদেশী বায়ারকে পারলে নাম ধরে ডাকুন। তারা বাঙ্গালির মতন স্যার স্যার পছন্দ করে না)
৭, আবারো হ্যাপি বিডিং এবং শুভ হোক আপনার প্রথম কাজ।

কাজ পেলেন, টাকাও পেলেন। তুলবেন যেভাবেঃ
১, বাংলাদেশে অডেস্ক থেকে দুই উপায়ে সহজে টাকা তোলা যাবে। মানিবুকার এবং পেওনিয়ার মাষ্টার কার্ড। আপনি যেকোনো একটা কিংবা দুটই বেছে নিতে পারেন। (টাকা তোলা সহজ কিন্তু এই দুটোকে কাছে পাওয়া কিন্তু সহজ নয়। কিভাবে এগুলোকে পাবেন তা ভালভাবে জেনে নিন )
২, অডেস্ক থেকে ব্যালেন্স উইথড্র করার জন্য পেমেন্ট অপশন এ যান এবং উইথড্রাল মেথড এ যোগ করুন আপনার যেটা ইচ্ছা। তিন দিন সময় নিবে এক্টিভ হতে। (একটা ফর্ম সাবমিট করতে হবে কিন্তু)

৩, মানিবুকার থেকে টাকা উঠানোর জন্য ব্যাঙ্ক এ একাউন্ট খুলুন। আর পেওনিয়ার কার্ড এর জন্য মাষ্টার কার্ড লোগো সম্বলিত যেকোনো এটিএম এ গিয়ে টাকা তুলুন।  
খুবই সংক্ষিপ্ত আকারে এটাই হলো মূলকথা। পুরো কথাগুলো কিন্তু খুবই সহজ। আমার লিখতেও সময় লেগেছে মাত্র ৩০ মিনিট। তবে ভাববেন না যে পুরো বিষয়টা এরকমই সহজ। যদি ভেবে থাকেন তবে আপনার কোন লস হলে আমি দায়ী থাকবো না। আর এগুলো হলো শুধু সারমর্ম। প্রতিটা বিষয়ের বিস্তারিত জানতে আপনি নেট কিংবা বড় ভাইদের হেল্প নিন। আমি সারমর্ম শুধু এই কারনে লিখলাম, যারা একদমই নতুন তারা অন্তত একটা সাজেশন টাইপের কিছু দিকনির্দেশনা পাবে এখান থেকে আশা করি। আর এক্সপার্টরা ভুল হলে সংশোধন করে দিন।

Continue Reading...


oDesk সম্পর্কে সামান্য পরিচিতি

2 comments


oDesk কি?

oDesk এখন বিশ্বের সবথেকে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। একটি পরিসংখানে দেখা যায় ওডেস্কে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে ৫৫ শতাংশ ধরে ফেলেছে।

কেন oDesk ?

অনলাইনে অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে, যেমন freelancer.com, elance.com, vworker.com ইত্যাদি ইত্যাদি। তবে এর মধ্যে ওডেস্ক বর্তমানে রয়েছে শীর্ষস্থানে। ওডেস্কের Hourly Payment সিস্টেম অনেক কার্যকরী এবং সুবিধাজন সিস্টেম। মূলত ওডেস্কের এই পজিশন এর জন্য Hourly Payment অনেকখানি দায়ী। এছাড়া অন্যান্য সুবিধার মধ্যে আছে পর্যাপ্ত কাজ, নতুন ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা। একেবারে ছোট থেকে বড় আকারের কাজ পাওয়া যায় বলে ওডেস্ক দিন দিন এগিয়েই চলছে। তাই আমি মনেকরি নতুনদের ওডেস্কই শুরুটা হওয়া উচিৎ যদিও অভিজ্ঞদের জন্যও ওডেস্ক দারুন। কথা বললাম কারন অভিজ্ঞরা মোটামুটি সবখানেই কাজ করতে পারেন কিন্তু অনভিজ্ঞদের জন্য সবযায়গা উপযুক্ত হয় না পেমেন্ট গ্যারান্টি, না বুঝতে পারা বিভিন্ন কারনে। এদিক দিয়ে ওডেস্ক হতে পারে সবথেকে দারুন যায়গা।

oDesk সুবিধাসমূহ

ওডেস্কের সবথেকে বড় সুবধা এর Hourly Payment System যা অনেক দারুন একটি পেমেন্ট সিস্টেম। এর পর আছে দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা, একেবারে ছোট থেকে বড় প্রজেক্ট, কর্তৃপক্ষের নির্ভরযোগ্যতা, পেমেন্ট গ্যারান্টি ইত্যাদি।

oDesk কি কি কাজ পাওয়া যায়?

ওডেস্কে আমার কাছে একটি প্রিয় মার্কেটপ্লেস এখানে $4 থেকে শুরু করে অনেক হাজার হাজার ডলারের প্রজেক্ট আছে। কি কি কাজ আছে সেই কথা বলতে গেলে বলতে হয় যে এখানে আপনি সব ধরনের কাজ পাবেন। আপনি যদি সারাদিন মুভি দেখে কাটান তারপরও বলতে হয় আপনার জন্য মুভি রিভিউ লেখার কাজ আছে।

নিচের স্ক্রীনশটটা দেখুন


উপরে যেগুলো বিভাগ আছে তার প্রতিটির মধ্যে জবগুলোর বিস্তারিত জমা পরে, উপরের ক্যাটাগোরীগুলো দেখতে এই লিংকে [ https://www.odesk.com/jobs/?clear_button=1 ] যান। আপনার দক্ষতা অনুযায়ী বিভাগগুলো ভিজিট করুন জব ডিস্ক্রিপশনগুলো ভালভাবে পড়ুন তাহলে আপনার একটিড ধারনা আসবে কাজ সম্পর্কে। নতুনরা প্রথমেই বিড করা থেকে বিরত থাকুন আগে পুরো বিষয়টি বুঝে উঠতে চেষ্টা করুন।

কি কি যোগ্যতা আপনার থাকতে হবে?

ইংরেজী জানতে হবে, মিনিমাম Written English, কোন বায়ার আপনাকে তো বাংলায় কাজ বুঝিয়ে দিবে না এজন্য যোগাযোগের জন্য ইংরেজী জানতেই হবে। সাধারন স্কাইপেই সব আলোচনা সম্পন্ন হয়। তবে কোন ক্লায়েন্ট মেইলেও কন্টাক করে।
এরপরই আপনার থাকতে হবে যেকোন একটি বিষয়ের উপর অভিজ্ঞতা, যেমন Article Writing, Review Writing, Wed Design, Web Development, Graphics Design ইত্যাদি।

ফিক্সড আওয়ারলি কোনটার কি সুবিধা।

ওডেস্ক Hourly Payment এ ১০০% পেমেন্ট গ্যারান্টি প্রদান করে যা কোন কন্ট্রাকটরের অর্থ পাওয়া নিশ্চিত করে। যদি কোন কন্ট্রাকটর অর্থ ওডেস্কে নাও দেয় সেক্ষেত্রেও ওডেস্কে তার বিল পরিশোধ করবে। এজন্য নতুনদের আমি বলব আওয়ারলি কন্টাকগুলোতে এপ্লাই করবে কারন প্রথমেই কোন বায়ার নতুনদের অগ্রিম অর্থ দিতে রাজি হবে না। উল্লখ্যে আওয়ারলি কন্টাকগুলোর বায়াররা খুবই ভাল হয়। আপনি আওয়ারলি কাজে যদি কাজ নাও করেন তবুও বিল পাবেন তবে আপনার রেটিং খারাপ হবে।
ফিক্সড প্রাইসের কাজগুলো একক্ষেত্রে সুবিধাজনক আবার সমস্যারও। সুবিধার কথা বলথে গেলে আপনি অনেক সময় ভাল বিল পেতে পারেন কারন আপনার কাজ হচ্ছে চুক্তিতে আবার হতে পারে আপনি বিল পাচ্ছেন না যদি ক্লায়েন্ট খারাপ হয়। এজন্য অগ্রিম নিয়ে কাজ করতে হয়। আলোচনার সময় ক্লায়েন্টের সাথে এব্যাপারে আলোচনা করে নিতে হবে। উল্লখ্যে যে অর্থ বায়ার আপনাকে দিবে তার থেকে বেশি আপনি পাবেন না এমনকি ওডেস্কে অভিযোগ করেও পাবেন না। ওডেস্কে ফিক্সড প্রাইসের কাজে কোন গ্যারান্টি প্রদান করে না।

কাস্টমার সাপোর্ট

ওডেস্কের কাস্টমার সাপোর্ট খুবই হেল্পফুল যেকোন প্রয়োজনে ওদের লাইভ চ্যাটে নক করা যায় এবং দ্রুত সমস্যার সমাধান করা যায়।
Continue Reading...


 

Random Posts

Recent Comments

About Template

Return to top of page Copyright © 2010 | Flash News Converted into Blogger Template by SEO Templates